কাজীপুর (সিরাজগঞ্জ) থেকে আব্দুল মজিদ : সিরাজগঞ্জের কাজিপুরে যেদিকে চোখ যায় সোনালী রংয়ের সমারোহ। যেন সোনালী রংয়ে সেজেছে পুরো মাঠ। ফসলের মাঠ তা দেখে কৃষকদের মনে দোলা দিচ্ছে এক ভিন্ন আমেজ। চলতি রোপা আমন মৌসুমে শুরু থেকে সময়মত বৃষ্টিপাত এবং আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

কাজিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও বারোটি ইউনিয়ন মিলে ১০ হাজার ৯০০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে।এর মধ্যে উপশি জাতের ৮,৮০০ হেক্টর জমি, হাইব্রিড জাতের ৬০০ হেক্টর জমি এবং দেশি জাতের ১,৫০০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। এবার কৃষকরা বেশিরভাগ জমিতে বিনা-১৭, স্বর্ণা - ৫ ও ৫১ ব্রি-৩৪, ব্রি-৩৬, ব্রি-৮৭ ও কাটারিভোগ জাতের ধান চাষ করা হয়েছে।

জমিতে ধান রোপণ করার পর ধানগাছ সবুজ আকার ধারণ করার পর পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষকরা কেউ কীটনাশক স্প্রে, কেউ বা দানাদার প্রয়োগ করনে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত আমন ধানের গাছপাতা বেশ ভাল রয়েছে। আমনের ক্ষেতে তেমন কোন রোগ বালাই দেখা যায়নি। আমন ধানের গাছ ভাল রাখতে আর ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা জমির আগাছা পরিষ্কার ও কীটনাশক স্প্রে করে থাকেন। এবারে মাঠের ফসলে তেমন কোন রোগ বালাই না থাকায় বেশ হাসিখুশি রয়েছেন কৃষকরা।