নানা আয়োজনে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকীর ৫০ বছর পূর্তিতে “ সুবর্ণ জয়ন্তী” উদযাপন করা হয়েছে।

সম্প্রতি দিনব্যাপী পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর প্রতিষ্ঠা বার্ষিকীর ৫০ বছর পূর্তিতে “ সুবর্ণ জয়ন্তী “উদযাপন উপলক্ষে অনাড়ম্বরভাবে বিভিন্ন অনুষ্ঠানের আযোজন করা হয়।

এ উপলক্ষে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির মাঠে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত শেষে প্রীতিভোজ ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর-এর অতিরিক্ত মহাপরিচালক ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

এ সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো.সায়েমুজ্জামান,পঞ্চগড় পুলিশ সুপার রবিউল ইসলাম,সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ সরকারী দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজিবি’র পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, চলতি বছরে ১৮ বিজিবি ১৬ জন আসামীসহ এককোটি ৭৯ লাখ টাকার অধিক মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা রক্ষা ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে নিয়মিত সহায়তা করছে। এছাড়া বাংলাবান্ধা আইসিপিতে সপ্তাহে দু’দিন বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড পরিচালনার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও ব্যাটালিয়নটি ভূমিকা রাখছে।