দিনাজপুর অফিস: দিনাজপুর ৩ সদর আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম গত রোববার দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। খোলামেলা এই মতবিনিময় অনুষ্ঠানে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, জেলা মজলিসে শূরা সদস্য ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, দিনাজপুর শহর আমীর সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল, দিনাজপুর সদর উপজেলা আমীর অধ্যাপক মেহেরাব আলী, জামায়াত নেতা সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান, দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম শাহী, সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সাংবাদিক মাহফুজুল হক আনার, শাহরিয়ার হিরু, ফারুক হোসেন, এমদাদুল হক মিলন, আবুল কাশেম, মোর্শেদুর রহমান, মোঃ কামারুজ্জামান, সালাহউদ্দীন আহমেদ, আনিসুল হক জুয়েল, নুর ইসলাম, সাহেব আলী, আনিস হোসেন দুলাল, কুরবান আলী প্রমুখ। সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনায় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম বলেন এই জেলা শহরে আমি ছোট থেকে বড় হয়েছি। জেলার সকল সমস্যায় আমার নখ দর্পনে। আপনারা সাথে থাকলে দিনাজপুর কে একটি আদর্শ নগর হিসাবে গড়ে তুলতে পারবো। নাগরিক সেবায় নিজেকে বিলিয়ে রাখবো।