কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গুলী, মাদক ও নগদ অর্থসহ ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সকাল ১০ টায় সেনাবাহিনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে জগমোহনপুর এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে উজিরপুর ইউনিয়নের একটি তিনতলা ভবনে তল্লাশি চালায় এবং দুইজনকে আটক করে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের মোকবুল আহমেদের ছেলে মোঃ লোকমান হোসেন (৪৩) ও একই এলাকার মোহাম্মদ মানিক মিয়ার ছেলে মোঃ মুশারফ হোসেন সৈকত (২২)।

অভিযান পরিচালনাকালে তল্লাশি করে লোকমান হোসেনের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৭৫০ মি.লি. সিগনেচার বিদেশী মদ, ৫ রাউন্ড রাইফেলের গুলী, ৩ রাউন্ড শটগানের কার্তুজ, ২,৭৫৯ পিস ইয়াবা, ৩ বোতল ফেনসিডিল, ১২টি মোবাইল ফোন, ১টি আইপ্যাড, ২৩টি সিম কার্ড, নগদ ৩০,৫০০ টাকা ও ৩টি শীশা ফ্লেভার প্যাকেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রী চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।