নাটোরের লালপুরে পদ্মা নদীতে হাফেজী মাদ্রাসার ২০ জন ছাত্র একসঙ্গে গোসল করতে নেমে দুই ছাত্র নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর লাস উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অগাস্ট)দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া হাফিজিয়া মাদ্রাসার পেছনে পদ্মা নদীতে গোসল করতে নেমে এই ঘটনা ঘটে‌। লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেছেন, নিখোঁজের পরে ডুবুরি দল এসে বেলা ৩টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। এসময় ঘটনাস্থল থেকে কিছু দূরে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে তারা।

স্থানীয় ও পুলিশ জানায়, মাদ্রাসার হুজুর মো. আল আমিন হোসেন, ২০ জন ছাত্র নিয়ে পাটখড়ি নিয়ে আসলে শিক্ষার্থীদের কাপড় নোংরা হয়ে যায়। তাই শিক্ষক আলামিন ২০ ছাত্রকে নদী থেকে গোসল করে আসতে বললে ছাত্ররা সবাই পদ্মা নদীর নওপাড়া ঘাটে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে দুইজন ডুবে যায়।

নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও লালপুর থানা পুলিশ কাজ করছে।

নিহত দুইজন হলেন, উপজেলার নওপাড়া গ্রামের সাইফুল ইসলাম ছেলে মো. ফরিদ ইসলাম, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার দড়িল্লা গ্রামের রবিনের ছেলে গোলাম রাব্বানী।

ওসি মমিনুজ্জামান বলেন, “ডুবুরিরা সেখানে খোঁজাখুঁজি করছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কজ করছে।”

পরে ডুবুরি দল এসে বেলা ৩টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। এসময় ঘটনাস্থল থেকে কিছু দূরে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে তারা।