মোহাম্মদ নুরুজ্জামান, রংপুর অফিস : পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতে দন্ডপ্রাপ্ত আসামী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হয়েছে তবে ভারত এখন পর্যন্ত কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ভারত এবিষয়ে কি প্রতিক্রিয়া এবং পদক্ষেপ গ্রহন করে তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তবে ভারত বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবে বলে প্রতীয়মান হচ্ছে।

তিন গতকাল শুক্রবার সকালে রংপুর সফরে এসে স্থানীয় সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে একথা বলেন। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, তিনি কখন দেশে ফিরবেন এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। ওনার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এখন ঢাকায়। এয়ারক্রাফ্ট এর যান্ত্রিক ত্রুটির জন্য বেগম জিয়াকে শুক্রবার লন্ডনে নেয়া সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।

আরাকান আর্মিদের হাতে জেলেদের আটকের ব্যপারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মিরা ষ্টেটের কেউনা। এ কারণে দেশের র্স্বাথে তাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনার কোন সুযোগ নেই। বিষয়টি দ্বিপাক্সিক জটিলতা রয়েছে বলে তিনি মনে করেন। এসব বিষয়ে সবকিছু প্রকাশ করা যায়না। তবে এসব ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আমরা কঠর নজর রাখছি এবং কিছু পদক্ষেপও গ্রহন করেছি।

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, দেশের উত্তর জনপদের মানুষের উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে চীনের অর্থায়নে রংপুর বিভাগের নীলফামারীতে এক হাজার শয্যার আর্ন্তজাতিক মানের অত্যাধুনিক হাসপাতাল নির্মান করা হচ্ছে। ভৌগলিক কারনে এই হাসপাতাল থেকে রংপুর অঞ্চলসহ ভারত-ভুটান এবং বাংলাদেশসহ বিচশ্বের বিভিনআন দেশের মানুষ এইে হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা সেবার সুযোগ পাবে। এছাড়া রংপুর অঞ্চলের বাণিজ্য সম্প্রসারন এবং শিল্প বিকাশের র্স্বাথেও আমরা কাজ করছি। তিনি বলেন আমরা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দিয়ে চলে যেতে চাই। যেন দেশকে তারা কাংখিত সাফল্যের দিকে নিয়ে যেতে পারেন। তারা জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন ঘটাতে পারবেন।

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিকেলে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং রংপুর ক্যাডেট কলেজসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান পরির্দশন করেন।