গ্রাম-গঞ্জ-শহর
নবীনগর তিতাস নদীতে যুবকের ভাসমান লাশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে তিতাস নদীতে এক অজ্ঞাত পরিচয়ে যুবকের লাশ পাওয়া গেছে। যুবকটির আনুমানিক বয়স ৪০। খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।
Printed Edition

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে তিতাস নদীতে এক অজ্ঞাত পরিচয়ে যুবকের লাশ পাওয়া গেছে। যুবকটির আনুমানিক বয়স ৪০। খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। বুধবার(১২/০৩) উপজেলার নাটঘর গ্রামের পূর্ব পাশের তিতাস নদী থেকে ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা নদীতে লাশ টি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে নবীনগর থাানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠায়।