ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : দেশের উত্তর অঞ্চলরের একমাত্রা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রটির কারণে ৩য় ইউনিটটি এর উৎপাদন বন্ধ। মাঝে মাঝে তা জোড়া তালি দিয়ে চালু করা হয়। কিন্তু বর্তমানে তা সংস্কার করতে ব্যয় হচ্ছে ৩০৫ কোটি ৪২ লক্ষ টাকা।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক উৎপাদনশীল ৩য় ইউনিট থেকে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১লা নভেম্বর ২০২৫ইং তারিখে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিদ্যুতের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দেশের উত্তর অঞ্চলের ভারী, মাঝারি শিল্পকারখানা গুলো ও বোর ধান সেচ মৌসুমে উত্তর অঞ্চলের ১৬টি জেলায় বিদ্যুৎ সংকট বিরাজ করছে। দিনাজপুরের পার্শ্বতী কয়লাখনি উৎপাদিত কয়লাদিয়ে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট নির্মাণকৃত ৩টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের মধ্যে ২নং ইউনিটটি প্রায় ০৮ বছর ধরে অকেজ অবস্থা পড়ে রয়েছে। এই ইউনিট থেকে এক সময় ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার সম্ভাবনা থাকলেও উৎপাদন হত মাত্র ৬০-৭০ মেগাওয়াড বিদ্যুৎ। সেই ইউনিটিও এখন অচল অবস্থায় পড়ে রয়েছে।

এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, আগামী মার্চ ২০২৬ সালে ৩য় ইউনিটটি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ১নং ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়ার্ড বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ৩য় ইউনিটটি চীনা হারবিন কোম্পানির মেরামত কাজ শুরু করেন।

এদিকে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির এমনই অবস্থা যে, ওভার হোলিংয়ে বিপুল পরিমাণ টাকা ব্যয় করা হচ্ছে। যা দিয়ে নতুন একটি ইউনিট নির্মাণ করা সম্ভব বলে অনেকে মন্তব্য করেন।