ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ এ অভিযানে নেতৃত্ব দেন।

জানা যায়, সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে শত শত দোকানঘর নির্মাণ করা হয়েছিল। বিগত সময়ে সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেয়া হলেও তা অপসারণ করা হয়নি। সম্প্রতি জেলা আইনশৃংখলা কমিটির সভা ও ঈদ প্রস্তুতি সভায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।