মাগুরা থেকে ওয়ালিয়র রহমান: আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে নিয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে ভোট নিয়ে নানা আলোচনা। চায়ের কাপে উড়ছে ধোঁয়া, চলছে আলোচনা। পৌরসভাসহ মাগুরা সদর উপজেলার ৯ ইউনিয়ন-এবং শ্রীপুর উপজেলা নিয়ে মাগুরা-১ আসন ।
এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ২৭ হাজার ২শ’ ৭৬ জন। এ আসনে বিএনপির একাধিক প্রার্থী এবং দলীয় কোন্দল থাকায় কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
এ্যাড. সাইফুজ্জামান ও সাকিব আল হাসানের পতনের পর আসনটিতে জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাগুরা জেলার সাবেক আমীর আঃ মতিন মাগুরা-১ আসনে নির্বাচনের দৌড়ে আছেন এগিয়ে। তিনি জামায়াতের একক প্রার্থী।
বিএনপির ভাবমূর্তি ধরে রাখতে দলীয়শৃংখলা ভঙ্গের অভিযোগে বেশ কয়েকজন নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। বহিষ্কৃত নেতা কর্মীরা জানান গ্রুপিংয়ের কারণে আমাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জামায়াত মনোনীত প্রার্থী জানান -আমাদের ওপর জুলুমের অবসান হয়েছে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। দেশ ও সমাজ গোছানোর দায়িত্ব পেলে আমি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। এ আসনে ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রতীক পেয়েছিলেন মাগুরা জেলা বিএনপির বর্তমান সদস্য সচীব মনোয়ার হোসেন খান। তিনি আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। এছাড়া রয়েছেন, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব কিশোর। সাবেক মন্ত্রী মরহুম মেজর জেনারেল এম মজিদ-উল হকের কন্যা ডা. সিমিন এ মজিদ, জিয়া পরিষদ মাগুরা জেলার আহ্বায়ক ডাঃ আলিমুজ্জামান ও কেন্দ্রিয় ছাত্রদলের-সাবেক সভাপতি, আলমগীর হাসান। এ আসনে ভোট যুদ্ধে আরও রয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা নাজিরুল ইসলাম। গণসংযোগ শুরু করেছে গনফোরামের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান। মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন আগামী সংসদ নির্বাচনকে সামনে নিয়ে জেলার দুটি আসনের ভোট কেন্দ্রগুলোতে সংস্কার কাজ শুরু করা হয়েছে। তিনি সৎ, যোগ্য ও শিক্ষিত প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান।
এদিকে সংবাদদাতা মোঃ সাইফুল্লাহ জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরায় বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী তৎপরতা চোখে পড়ছে। নিজ দলের পক্ষে মাঠ পর্যায়ে চলছে প্রার্থীদের সরব পদচারণা। চলছে সভা-সমাবেশ, যুব সমাবেশ, গণসংযোগসহ নানা কার্যক্রম। দলীয় মনোনয়নের ব্যাপারে কেন্দ্রীয় সবুজ সংকেতের ইঙ্গিত দিচ্ছেন অনেকে। বিজয়ের পক্ষে দিচ্ছেন নানা যুক্তি। তবে বেশ আগ থেকেই জামায়াতে ইসলামীর প্রার্থী চুড়ান্ত হওয়ায় প্রচার প্রপাগান্ডায় জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া -অঞ্চল সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন এগিয়ে।
দলীয় নেতাকর্মী নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক, যুব সমাবেশ, ভোট কেন্দ্র ভিত্তিক দ্বায়িত্বশীলদের নিয়ে সমাবেশসহ বিভিন্ন ধরনের নির্বাচনী কর্মকা- চলিয়ে যাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সেক্রেটারী মাওলানা নাজিরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ জাসদ মাগুরা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী, গণঅধিকার পরিষদের জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: খলিলুর রহমান নির্বাচনকে সামনে রেখে তৎপর রয়েছেন। করছেন বিভিন্ন সভা সেমিনার এবং গণসংযোগ।
জামায়াতের প্রার্থী আব্দুল মতিন বলেন, দলীয় নীতি আদর্শের আলোকে আমি সবসময় মানুষের জন্য কাজ করছি। সংসদ সদস্য হলে সে আলোকে মাগুরাকে সব সময় সব ধরনের অনাচার, অত্যাচার, জুলুম, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত রাখবো। ইমানী শক্তিময় একটি নতুন প্রজন্ম গড়া হবে আমার প্রধান অঙ্গীকার।