হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হালদা নদীর হাটহাজারী অংশে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেখল ইউনিয়নের রুহুল্লাপুর এলাকার সত্তারঘাট ব্রিজসংলগ্ন স্থানে প্রায় ৩০ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়, হাটহাজারীর বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেছা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ইউপি চেয়ারম্যান রাশেদ, হালদা পাড়ের ডিম সংগ্রহকারীরা ও স্থানীয় মৎস্যজীবীরা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, হালদার রেণু থেকে উৎপাদিত এসব পোনা নদীর রুইজাতীয় মাছের মজুত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এসব পোনা বড় হয়ে প্রজননক্ষম মাছ হিসেবে হালদায় ডিম ছাড়বে। তিনি আরও বলেন, প্রজননক্ষম মা মাছের নিরাপত্তা নিশ্চিত করতে হালদা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে।