রংপুর অফিস, বদরগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজাহারুল ইসলাম বলেছেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশকে দুর্নীতি মুক্ত রাষ্ট্র গড়ার লক্ষ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দেশপ্রেমিক সৎ নাগরিকদের ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষের প্রার্থীদের নির্বাচিত করতে হবে।
তিনি গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুরের বদরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বদরগঞ্জ উপজেলার শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহ্ মোহাম্মদ রুস্তম আলীর সভাপতিত্বে সমাবেশে উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলামে, বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি কাজী আব্দুল মাবুদ, যুব বিভাগের সভাপতি মাসুদার রহমান রানা অন্যানের মধ্যে বক্তব্য রাখেন।
এসময় এটিএম আজাহারুল ইসলাম বলেন, জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে দেশ থেকে দ্রুততম সময়ে দারীদ্র বিমোচন সম্ভব হবে। এজন্য সৎ মানুষদের নির্বাচিত করতে হবে। জামায়াতে ইসলামী সারা দেশে এই সৎ মানুষদের মনোয়ন দিয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত এই সৎ মানুষদের নিয়ে শোষণ বঞ্চনা মুক্ত ইনসাফভিত্তিক দেশ গড়বে।
এটিএম আজাহারুল ইসলাম আগামী নির্বাচনে সর্বস্তরের দায়িত্বশীলদের জনগণকে ন্যায়ের পক্ষ্যে ভোট দেয়ার জন্য উৎসাহিত করতে নিরলস কাজ করার আহ্বান জানান। আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের পতাকা তলে সবাইকে সমবেত হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।