চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে প্রায় ২ কিলোমিটার সড়ক সংস্কার ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। সম্প্রতি নোয়াপুর বটতলা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লাস্হ চিওড়া সোসাইটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া। ওয়ার্ড জামায়াতের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু রশিদ কাস্টমস্, চিওড়া ইউনিয়ন ওলামা মাশায়েখের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ছাত্রশিবির সভাপতি জহিরুল কাইয়ুম শাহীন ভূঁইয়া, জামায়াত নেতা জহির খাঁন, মনজুরুল ইসলাম মন্জু, আবদুস সোবহান খাঁন, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি রেজাউল করিম, সাইফুল ইসলাম, সাইফ মিলন, কাউসার হামিদ, আবদুল মমিন খাঁন, ইব্রাহিম, কাজী মামুন, মাঈন উদ্দিন শুভ, জুনায়েদ, সাইমন, ইমন প্রমুখ। এ সময় তারা ইট, রাবিশ দিয়ে সুজাতপুর রাস্তার মাথা থেকে চিওড়া সাবেক প্রধানমন্ত্রী মরহুম কাজী জাফর আহমেদের বাড়ী পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক সংস্কার এবং রাস্তার দু’পাশে ২ শতাধিক বৃক্ষরোপণ করেন।