“দুর্বলেরে রক্ষা কর, দুর্জনেরে হান” বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর এ বাণীকে সামনে রেখে খুলনার ফুলতলা উপজেলাধীন বিশ্বকবির স্মৃতিধন্য শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্সে শুরু হলো তিনদিনব্যাপী ১৬৪ তম রবীন্দ্র জন্মজয়ন্তী ও লোকমেলা।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে রবীন্দ্র কমপ্লেক্স চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ অনুষ্ঠান মালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ছবেদা তলার মৃণালিনী মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক ও সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ মোঃ হুমায়ুন কবীর। স্বাগত বক্তৃতা করেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ দুলাল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান প্রমুখ। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।