গাংনী (মেহেরপুর) সংবাদদাতা : মেহেরপুরের গাংনী পৌরসভার পূর্বমালসাদহ গ্রামে সেনাবাহিনীর এক অভিযানে মনিরুজ্জামান মনি নামের এক যুবককে অস্ত্র সহ আটক করা হয়েছে। সোমবার ভোরে এ অভিযান চালায় সেনাবাহিনী গাংনী ক্যাম্পের একটি অভিযান দল।
আটক মনিরুজ্জামান মনি গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক।
সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাংনী আর্মি ক্যাম্প মনির বাড়িতে অভিযান চালায়। অনুসন্ধান শেষে তার বাড়ির ছাদের ওপর থেকে ১টি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র রাখার অপরাধে মনিরুজ্জামান মনিকে আটক করা হয়। অবৈধ অস্ত্র রাখার অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য গাংনী থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।