পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি চক্র বিভিন্ন প্রার্থীর কাছ থেকে অর্থ আত্মসাৎ করছে এমন গোপন খবর পায় ডিবি। ভুক্তভোগী এক প্রার্থীর অভিযোগের ভিত্তিতে ৭ আগস্ট বগুড়া সদরের পীরগাছা বাজার এলাকায় অভিযান চালায় ডিবি।