কুষ্টিয়ায় দৈনিক দেশ তথ্যের স্থানীয় প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার খবরের সহ-সম্পাদক এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রফিকুল্লাহ কালবিকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সাংবাদিক নামধারী একদল দুর্বৃত্তের বিরুদ্ধে এ অভযোগ উঠেছে।
হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল্লাহ কালবি বলেন, ‘সাংবাদিক নামধারী শাহীন জুয়েলসহ আরো কয়েকজন আমাকে কোটপাড়া এলাকার সনো গলি থেকে ধরে জোর করে মোটরসাইকেলে তোলেন। পরে আমাকে কুষ্টিয়া প্রেস ক্লাবের দোতলায় নিয়ে ১২-১৩ জন মিলে ব্যাপক মারধর করে বাইরে ফেলে দেন।’
এ ঘটনায় স্থানীয় নাগরিক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা প্রেস ক্লাবের ভেতরে একজন সাংবাদিককে তুলে নিয়ে হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সদর থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‘এ ঘটনার পর আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিক কালবির স্ত্রী সারাবনে তহুরা শাহীন জুয়েলসহ ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।’