চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুন লেগে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সোনাইছড়ি এলাকার জিরি সুবেদর শিপ ব্রেকিং ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ জানান, জাহাজ কাটার সময় ড্রিল মেশিনের আগুনের স্ফুলিঙ্গ ইঞ্জিন কক্ষের পোড়া মোবিল বা অন্য কোনো দাহ্য বস্তুর সংস্পর্শে এলে আগুন ধরে যায়। শিপ ইয়ার্ডের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আহত শ্রমিকরা হলেন: দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মোক্তার শেখ, শহীদুর রহমান, ফারুক, দুলাল এবং হানিফ আলী। এদের মধ্যে শহীদুর এবং ফারুকের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদের অবস্থা গুরুতর। বাকি ছয়জনের হাত ও পায়ে ১০ শতাংশের মতো পুড়ে গেছে।

আহতদের মধ্যে পাঁচজনকে ন্যাশনাল হাসপাতালে এবং তিনজনকে গ্রীণ শিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিল্প পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, দগ্ধ সবাই অস্থায়ী শ্রমিক হিসেবে ওই কারখানায় কাজ করছিলেন।