গাইবান্ধা সংবাদদাতা : রোববার থেকে সারাদেশের ন্যায় গাইবান্ধায় জুনিয়র, দাখিল অষ্টম ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। এতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৯শ’ ৮৪ জন এবং অষ্টম ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৩৫ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯শ’ ৯৪ জন, সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬শ’ ৬ জন, পলাশবাড়ি এসএম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫শ’ ৯৭ জন, ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ’ ৭০ জন, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭শ’ ৯৬ জন, সাঘাটার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৫শ’ ৬৩ জন ও গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১শ’ ৫৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
দাখিল অষ্টম ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষায় গাইবান্ধা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ১শ’ ৮৬ জন, পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ’ ১৪ জন, সুন্দরগঞ্জের ধুমাইটারী সিনিয়র ফাজিল মাদরাসা েকন্দ্রে ৩শ’ ৮৯ জন, গোবিন্দগঞ্জের গোলাপবাগ সিনিয়র আলিম মাদরাসা কেন্দ্রে ৬শ’ ৩৪ জন, সাদুল্লাপুরের নিয়ামতনগর এন.ইউ শাহ ফাজিল মাদরাসা কেন্দ্রে ১শ’ ৭৩ জন, সাঘাটার বোনারপাড়া এম.ইউ আলিম মাদরাসা কেন্দ্রে ৩শ’ ৭ জন ও ফুলছড়ির দক্ষিণ বুড়াইল আদর্শ দাখিল মাদরাসা কেন্দ্রে ৯২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।