ঝিনাইদহের কোটচাঁদপুরে ইন্ডাষ্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয়েছে মাহে রমযানের তাৎপর্য ও ব্যবসায়ীদের করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকালে কোটচাঁদপুর মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে আই.বি.ডাব্লিউ.এফ এর সভাপতি ডা. বিলাল হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী খলিলুর রহমান এর উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা, লেখক, গবেষক, বিভিন্ন ধর্মের আলোচক ও সমাজ সেবক কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা, সমাজ সেবক ও কোটচাঁদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম।
বক্তারা বলেন ১৯৮৩ সালে সৎ ব্যবসায়ী তৈরির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গঠিত হয় অরাজনৈতিক সংগঠন আই.বি.ডাব্লিউ.এফ। সিয়াম আমাদের আল্লাহ ভিরুতার শিক্ষা দেয়। যেভাবে আল্লাহর ভয়ে সমস্ত পানাহার থেকে বিরত থাকছি। ঠিক তেমনি ভাবে ভেজালমুক্ত, ন্যায্য মূল্য, সঠিক ওজনের ক্ষেত্রেও আল্লাহর ভয় করার আহ্বান জানান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি জিয়াউল ইসলাম খান, জেলা সেক্রেটারি আব্দুস সবুর।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শরিফুল ইসলাম, শরিফুর রহমান খান টিটো, আব্দুর রাজ্জাক খান, মাস্টার রেজাউল ইসলাম, আব্দুল মজিদ, ডা. সাদ আহমেদ প্রমুখ। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান খান।