মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডের এফ রহমান ট্রেডিং এর ব্যবসায়ী রুবেল হত্যার আসামী ছিনতাইকারী জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মৌলভীবাজার জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। পুলিশ জানায়, ১৭ আগস্ট জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়। সে শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল এলাকার দিনমজুর সুহেল মিয়ার ছেলে। এ সময় হত্যাকান্ডের সময় আসামি কর্তৃক ব্যবহৃত মাস্ক, জুতা, ধারালো ছুরি, রক্তমাখা ২০ টাকার নোট, ২টি এলবো, একটি সাসপেনশন গ্লু ও দোকানের ক্যাশ কাউন্টার থেকে একটি রক্তমাখা ফাইল উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, জুয়েল মিয়া আগে একটি মিষ্টির দোকানে কাজ করতো। বর্তমানে বেকার এবং হতাশাগ্রস্ত।