বরিশাল সংবাদদাতা : বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার রাস্তা ও ব্রিজ সংস্কারের জন্য বরিশালের নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকাশনীর সাথে দেখা করে সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বরিশাল মহানগরে আমীর ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জামায়াত মনোনীত সাংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। এসময় তিনি বরিশালের লাকুটিয়া থেকে বাবুগঞ্জের কলেজগেট পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের আওতায় নিয়ে আসা, আমিরগঞ্জ-বাবুগঞ্জ ব্রিজ, কেদারপুর খেয়াঘাট থেকে বাজার পর্যন্ত সড়ক ও বাজার সংলগ্ন আয়রন ব্রিজ দ্রুত সময়ে মধ্যে সংস্কারের দাবি জানান। স্থানীয় সরকার প্রকৌশলীর বিভাগের পক্ষ থেকে চলতি অর্থবছরের মধ্যেই উক্ত সংস্কার কাজ সম্পাদনের ব্যাপারে আশ্বস্ত করেন।
এসময় মহানগর আমীরের সঙ্গে ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির, কাউনিয়া থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, বরিশাল মহানগর শিবিরের সাবেক সভাপতি বায়জীদ বোস্তামী, বরিশাল জেলা শিবেরের সাবেক সভাপতি সানাউল্লাহ সাজিদসহ জামায়াত নেতৃবৃন্দ।