মৌলভীবাজার সংবাদদাতা : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এ আইয়ের প্রভাব এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিধি মোঃ আজাদুর রহমান আজাদ, দীপ্ত টিভির প্রতিনিধি বকসী মিছবাহ্ উর রহমান, এনটিভি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি এস এম উমেদ আলী, এখন টিভি ও দৈনিক শ্যামল সিলেট এর স্টাফ রিপোর্টার এম এ হামিদ, এশিয়ানটিভি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, দৈনিক যায়যায় দিন ও জালালাবাদ প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াদুদ। আরও বক্তব্য রাখেন, দৈনিক আমার কাগজ প্রতিনিধি মোক্তাদির হোসাইন, দৈনিক মৌমাছি কন্ঠ প্রতিনিধি দুরুদ আহমদ, দৈনিক জনতা প্রতিনিধি সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, দৈনিক বাংলারদিন প্রতিনিধি বকশি আখতারুজ্জামান, বাংলাভিশন (ক্যামেরা পার্সন) মো: আব্দুল্লাহ, দৈনিক আলোকিত নিউজ প্রতিনিধি সৈয়দ কামরুজ্জামান, দৈনিক স্বাধীন মত প্রতিনিধি মো: জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অলোচনা সভায় বক্তারা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৩ সালে ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করেছে।
গ্রাম-গঞ্জ-শহর
মৌলভীবাজার প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এ আইয়ের প্রভাব এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।