প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন পি আই বি এর মহাপরিচালক ফারুক ওয়াসী উদ্বোধন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। তিনি বলেন, নির্বাচনকালসহ সংকট ও সংঘাতপূর্ণ সময়ে দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্র রক্ষা ও সমাজের স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। প্রশিক্ষণে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।