চট্টগ্রাম ব্যুরো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরিকদের প্রত্যাশা জানতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ একটি ‘নাগরিক ইশতেহার’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে চট্টগ্রামে গতকাল বুধবার একটি আঞ্চলিক পরামর্শ সভা আয়োজন করে।সভার মুখ্য মডারেটর ছিলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

এতে জামায়াতের ইসলামী এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান দলের পক্ষে উপস্থিত ছিলেন। তিনি আগামীর বাংলাদেশে দুর্নীতিতে জিরো টলারেন্সে নিয়ে যাওয়া,লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, তরুণ-যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নিশ্চিত করা, রাজনীতিবিদদের স্বচ্ছতা ও জবাবদিহিতা আদায়ে নাগরিকদের বলিষ্ঠ ভূমিকা পালনসহ সংস্কার বাস্তবায়ন নিশ্চিত করতে গণভোটে হ্যাঁ এর পক্ষে জনমত গড়ে তুলতে উপস্থিত রাজনীতিবিদও সকল শ্রেণীপেশার নাগরিকদের উদ্দেশ্যে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

যেখানে স্থানীয় রাজনীতিবিদ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, পেশাজীবী, যুব সমাজ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।