সিরাজগঞ্জে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সিরাজগঞ্জ এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের পাট এক অন্য রকমের গৌরব সোনালী আঁশ । সেই সোনালী আঁশ এখন যেন মৃতপ্রায়। পাটের হারানো সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে পাটচাষীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে তাদেরকে উৎসাহিত করতে হবে । পাট হলো পরিবেশ বান্ধব বহুমুখী পণ্যের উপাদান।