হাটহাজারী সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, সড়কে অবৈধ পার্কিং ও ফুটপাত দখল করে যানজট সৃষ্টির দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা থেকে চৌধুরী হাট ও হাটহাজারী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শাহেদ আরমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাটহাজারী, চট্টগ্রাম।
এসময় সড়ক পরিবহন আইন ২০১৮, দণ্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৯টি মামলায় ৯ জনকে অভিযুক্ত করে সর্বমোট ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শ্রীপুর (মাগুরা) : মাগুরা শ্রীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ০৮ জানুয়ারী ২০২৬ বৃহস্পতিবার সকালে কলেজের সবুজ চত্বরে শুরু হয় এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রো সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসান শওকত।
বিদায় সংবর্ধনা : বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: বড়লেখা উপজেলার টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাসের ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস ছিল বুধবার বিকেল চারটা পর্যন্ত। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরগ্রহণ উপলক্ষ্যে কর্মদিবসের শেষ অপরাহ্নে তার সহকর্মীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ম্যানেজিং কমিটি তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে।
বিদায় সংবর্ধনার অনুষ্ঠান শেষে রঙ-বেরঙের কাচা ফুলে প্রাইভেট কার সাজিয়ে গাড়িতে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে বিদায় জানান অতিথিবৃন্দ, সহকর্মী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। এসময় স্কুল ক্যাম্পাসে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।