ঝিনাইদহ সংবাদদাতা : ২০০৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী সুদীপ জোয়ার্দারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ এনে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার সহপাঠী, বন্ধু ও শিক্ষকেরা।

সোমবার সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকা-। নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তির লোভেই সুদীপকে হত্যা করা হয়েছে। প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধুরাও গণমাধ্যমকে জানান, আত্মহত্যার প্রচার করে হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্টা চলছে।

এ সময় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী প্রশাসনের কাছে অবিলম্বে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।