গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুরÑপলাশবাড়ী) আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা খোর্দ্দকোমরপুর ইউনিয়নের মাঝিপাড়ায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের সঙ্গে গণসংযোগ করেন।

সম্প্রতি তিনি খোর্দ্দকোমরপুর মাঝিপাড়ার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক পরিস্থিতি, সামাজিক সমস্যা ও এলাকার উন্নয়নসংক্রান্ত প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ-খবর নেন। গণসংযোগ চলাকালে তিনি বিভিন্ন পরিবারের সদস্যদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সম্ভাব্য সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় শেষে অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এর আগে তিনি ঢোলভাঙ্গা, পাইকা, তালুকহরিদাস ও মুজাহিদপুর এলাকায় উঠান বৈঠক ও পথসভায় অংশ নেন। একই দিনে খোর্দ্দকোমরপুর ফারাজী পাড়ার মহিলা সমাবেশে তিনি পর্দার আড়াল থেকে বক্তব্য প্রদান করেন।

জনসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা নির্বাচন পরিচালক আব্দুর রউফ সরকার,উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা লোকমান হোসেন, ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সেক্রেটারি হাফেজ আবুল বাশার, যুব বিভাগের সভাপতি ইঞ্জি. এসএম সামিউল্লাহ সলিলসহ ইউনিয়ন টিমসদস্য ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।