গ্রাম-গঞ্জ-শহর
নিরাপদ ও দক্ষ ড্রাইভিং বিষয়ে প্রশিক্ষণ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নিরাপদ ও দক্ষ ড্রাইভিং বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল
Printed Edition

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নিরাপদ ও দক্ষ ড্রাইভিং বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই প্রশিক্ষণ গত বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টায় আইকিউএসির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় গাকৃবির চালক, হেল্পার, ফিল্ড স্টাফসহ মোট ৩৮ জন কর্মচারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), গাজীপুর এর সহকারী পরিচালক (প্রকৌশল) মোঃ আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও প্রশিক্ষণ প্রদান করেন গাকৃবির যানবাহন শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল, যান্ত্রিক ও উৎপাদন প্রকৌশল বিভাগের ফারহান ফয়সাল, এবং গাকৃবির মেডিকেল অফিসার আবদুল্লাহ্ আল মেহেদী হাসান। প্রশিক্ষণে বক্তারা সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, প্রতিরোধমূলক ড্রাইভিং কৌশল, যানবাহনের রক্ষণাবেক্ষণ, জ্বালানী দক্ষতা এবং প্রাথমিক চিকিৎসা ও জরুরি প্রতিক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও সড়ক নিরাপত্তা আইন-২০১৮ এর একাদশ অধ্যায়ের অপরাধ, বিচার ও দণ্ড বিষয়েও আলোকপাত করা হয়।