ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ বড়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এডহক কমিটির সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নাজমা বিউটি, পরিতোষ মজুমদার, তাপস কান্তি বেপারী, নরোত্তম হালদার, সীমা বৈদ্য, সন্তোষ মন্ডল, মোসা.খাদিজা খানম, মোঃ হাফিজুর রহমান, কানিজ ফাতেমা, মোঃ রাসেল মিয়া প্রমুখ। প্রতিযোগিতায় অংশ গ্রহণ ১৯ জন শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুমানতলী কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫”।
সকাল ৯টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিতর্ক, বক্তব্য, উপস্থাপনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয়। শিক্ষার্থীরা পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে করণীয় বিষয়ে বক্তব্য তুলে ধরে।
বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এবিএম কাইয়ুম রাজের নেতৃত্বাধীন পক্ষে দল। তার যুক্তিনির্ভর উপস্থাপনা বিচারকম-লীর প্রশংসা অর্জন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন শিক্ষক আফজাল হোসেন। উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সচেতনতামূলক এ আয়োজনটি স্থানীয়ভাবে প্রশংসিত হয় এবং ভবিষ্যতে বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।