লালমনিরহাটের হাতীবান্ধায় মেজর পরিচয় দিয়ে জমি দখল করে দেয়ার নামে চাঁদাবাজির অভিযোগে ২ ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সম্প্রতি হাতীবান্ধার ফকিরপাড়া ফেডারেশন পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত একজনের নাম সাজু আহমেদ ও অপরজনের নাম মাসুদ মিয়া। জানা গেছে , ওই ২জন ফকিরপাড়া এলাকার রফিকুল ইসলামের জমি বিরোধে ১ লাখ টাকার বিনিময়ে নিজে মেজর হওয়ায় ক্ষমতা বলে দখল করার প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে ২০ হাজার টাকা হাতিয়েও নেয় ওই ২জন। ওই দিন দুপুরের দিকে বাকি টাকাও নিতে যায় তারা।