লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখায় ভারতীয় একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি ক্যান্সারের ওষুধ ও ধাতব বস্তু সিসা জব্দ করে ট্রাকের চালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে এগুলো অবৈধভাবে পাচারের সময় এ ঘটনা ঘটে।
বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল প্রায় ১০টার দিকে পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরগামী ভারতীয় ট্রাক (নম্বর ডাব্লিউ বি ৭৮-৫৫৭৬) নিয়ে চালক সমীর পাল (৩৬) শূন্যরেখা অতিক্রম করছিল। এ সময় বুড়িমারী আইসিপি বিজিবির সদস্যদের সন্দেহ হলে ট্রাকটি তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় বাংলাদেশী ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের ওষুধ ‘ওসিমার্ট’ ১ হাজার ৫ শত পিস এবং জিসকা ফার্মাসিউটিক্যালসের ‘ওসিকিন’ বড়ি ১ হাজার ৫ শত পিস পাওয়া যায়। এছাড়া ২৭২ কেজি ধাতব বস্তু সিসাও উদ্ধার করা হয়েছে।
বিজিবির হিসাব অনুযায়ী জব্দকৃত ওষুধ ও সিসার বাজারমূল্য ১২ লাখ ৪৫ হাজার ৮ শত টাকা। ট্রাকসহ মোট জব্দের মূল্য দাঁড়ায় প্রায় ৫৭ লাখ ৪৫ হাজার ৮শত টাকা। সূএ মতে, ট্রাকটি ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে ৩ নভেম্বর ৬৬৬৫১৪২ নম্বরের কার পাস ইস্যু করে বাংলাদেশে আসে এবং ৫ নভেম্বর পাথর খালাস করে ৬ নভেম্বর সকালে খালি (আনলোড) অবস্থায় ভারতে ফেরার পথে ধরা পড়ে। আটক চালক সমীর পালের বাড়ি ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা গ্রামে। বর্ডার গার্ড বাংলাদেশ (৬১ বিজিবি, তিস্তা-২ ব্যাটালিয়ন) এর অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, জব্দকৃত ওষুধ, সিসা এবং ট্রাকের চালককে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। পাটগ্রাম থানার ওসি জানান, সংশ্লিষ্ট ধারা মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।