বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন- জামায়াতে ইসলামী মব জাস্টিসে বিশ্বাস করে না। এটা অমানবিক আচরণ এবং মানসিকতা। মানুষ সৃষ্টির সেরা জীব। সেই মানুষকে কেউ পিটিয়ে হত্যা করতে পারে না।

তিনি গতকাল শনিবার দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলায় সয়ার ইউনিয়নের বটতলি এলাকায় গরু চোর সন্দেহে মব জাস্টিসে নিহত রূপলালের পরিবারের সাথে সাক্ষাৎ কালে একথা বলেন। এসময় এটিএম আজহারুল ইসলাম রূপলালের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন যারা আইন হাতে তুলে নিয়ে মানুষ হত্যা করে তারা কখনও মানুষের মধ্যে পড়ে না। এরা অমানুষ। এটিএম আজহারুল ইসলাম বলেন, আমরা সবাই আল্লাহর সৃষ্টি সেরা মানুষ। সেই সেরা মানুষকে মানুষ হয়ে কিভাবে পিটিয়ে হত্যা করতে পারে ? তিনি বলেন আইন হাতে তুলে নেয়ার অধকার কারও নেই। এসময় রূপলালের পরিবারের নিকট তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে তার কন্যার বিয়ের ব্যাপারে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেন।

এর আগে গতকাল সকাল সাড়ে ৯ টায় তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর ভাঙ্গা মসজিদ এলাকায় এক মুসল্লীদের সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্বে করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান কবির, তারাগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।

সমাবেশে এটিএম আজহারুল ইসলাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অনেক আলেম,যুবক, নারী শিশুকে নির্বিচারে হত্যা এবং গুম নির্যাতন করে ক্ষমতায় থাকতে চেয়েছে। আল্লাহ তাদের দম্ভ চুর্ন করে দিয়েছে বলেই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশ জুলুম মুক্ত হয়েছে। আগামী নর্বাচনে দেশ এবং সমাজে শান্তি ও ন্যায় অধিকার প্রতিষ্ঠারে লক্ষে ইসলামী শক্তির পক্ষে ভোট দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।