চকরিয়ায় কর্মরত দৈনিক সকালের সময়ের প্রতিনিধি এস.এম হান্নান শাহ (৫২) দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন এশারের নামাযের পর চকরিয়া পৌরসভার দক্ষিণ বাটাখালী বাইতুচ্ছালাম জামে মসজিদ প্রাঙ্গণে সাংবাদিক হান্নান শাহ’র নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে চকরিয়া প্রেসক্লাব কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মরহুমের সহকর্মী সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
সাংবাদিক হান্নান শাহ’র ইন্তিকাল
চকরিয়ায় কর্মরত দৈনিক সকালের সময়ের প্রতিনিধি এস.এম হান্নান শাহ (৫২) দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়