বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেছেন, সমাজের কিছু লোক অসহায় শ্রমিকদের ঘাম ও রক্তের বিনিময়ে একদিকে কালো টাকার পাহাড় গড়ে তুলছে, অপরদিকে কোটি কোটি মানুষ ক্ষুধার জ্বালায় রোগে-শোকে আহাজারী করে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন-যাপন করছে। সাম্রাজ্যবাদী, ধর্ম নিরপেক্ষতাবাদী ও সমাজবাদী শক্তি শ্রমিকদের ভাগ্য পরিবর্তন ও শ্রমিক রাজ কায়েমের মিথ্যা শ্লোগান দিয়ে অর্থনৈতিক মুক্তির নামে অসহায় মেহনতি মানুষকে গোলামীর জিঞ্জিরে বন্দি করে রেখেছে। সুবিধাবাদী গোষ্ঠী মালিক ও শ্রমিককে দুই বিপরীত পক্ষ বানিয়ে এক পক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। শুধু তাই নয় মালিক-শ্রমিক দ্বন্দ্ব ও সংঘর্ষ বাঁধিয়ে সুবিধাভোগী গোষ্ঠী নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। তিনি বলেন, খেটে খাওয়া অসহায় শ্রমিক শ্রেণির আহাজারীতে আজ আল্লাহ তায়ালার আরশ কেঁপে উঠছে। তিনি বলেন, আল্লাহর আইন বাস্তবায়িত না থাকা ও অসৎ নেতৃত্বের কারণে দেশ আজ এক চরম অশান্তি ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে চলছে। কৃষক তার উৎপাদিত দ্রব্যের সঠিক মূল্য পাচ্ছে না। শ্রমিক তার মজুরি দিয়ে জীবন বাঁচাতে পারছে না। রোগে, শোকে, অনাহারে তারা দিন কাটাচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধির ফলে শ্রমিক-কর্মচারীসহ মেহনতি জনতার জীবন দুর্বিষহ হয়ে উঠছে। শ্রমজীবী মানুষ আজ এ করুণ অবস্থা থেকে মুক্তি পেতে চায়।
গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে খালিশপুরস্থ বিআইডসি সড়কে নিজস্ব কার্যালয় চত্বরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে সুবিধা বঞ্চিত বিভিন্ন পেশার শ্রমিকদের ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। এ কর্মসূচির সার্বিক সহায়তা করেন ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনা।
মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সাইদুজ্জামানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহফুজুর রহমান। এ সময় মহানগরী সহ-সভাপতি এস.এম মাহফুজুর রহমান, শ্রমিক নেতা বুলবুল কবির, বদরুর রশিদ মিন্টু, আনিসুর রহমান, মোখলেসুর রহমান, শহিদুল ইসলাম, মালেক মুন্সী, কামরুল ইসলাম, মাহবুবুর রহমান জুনায়েদ, মুহিব্বুর রসুল, ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার মার্কেটিং অফিসার ইমরান খান সাগর, মার্কেটিং ইনচার্জ আব্দুস সালাম, ল্যাব টেকনোলজিস্ট জাহিদুর রহমান, কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা অধ্যাপক মাহফুজুর রহমান তার বক্তব্যে শ্রমিকদের কাজের ন্যায্য মজুরি নির্ধারণ, একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করণে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণে মালিকদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া প্রয়োজন। তিনি শ্রমিক দিবসের ফ্রি ব্লাড গ্রুপিংয়ে সহযোগীতা করা জন্য ইসলামী হাসপাতাল খুলনার কর্তৃপক্ষকে মোবারকবাদ জানান।