ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
৬ জানুয়ারি উপজেলার নাজিরহাট পৌরসভায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় এম এস ট্রেডিং নামক একটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা এবং ফাতেমা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা মাত্র) অর্থদ- প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসমূহে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম জানান,জনগনের দুর্ভোগ লাগবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য ফটিকছড়িতে সপ্তাহ ধরে এল পি ও এল পিজি গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। ফলে গ্যাস সিলিন্ডার ব্যবহারে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।