ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : স্কুল শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে “পুষ্টি ও পরিবেশ সচেতনতা” শীর্ষক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুপুর ১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কুড়িগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আরিফুর রহমান কনক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ফুলবাড়ী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোঃ হাবিবুর রহমান বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে শিশুদের পুষ্টির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করা সময়ের দাবি। তিনি স্কুল মিল্ক ফিডিং কর্মসূচিকে শিশুদের পুষ্টি উন্নয়নে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দুধ একটি পূর্ণাঙ্গ পুষ্টিকর খাদ্য। শিক্ষার্থীদের দৈনন্দিন খাদ্য তালিকায় দুধ অন্তর্ভুক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।