জুলাই বিপ্লবের বীর যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাজ, কুমারখালী উপজেলা’ শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কুমারখালী বড় জামে মসজিদ ঈদগাহ প্রাঙ্গণ থেকে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এসময় আন্দোলনকারীরা ‘জান দেবো, জুলাই দেবো না’ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন এবং শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আলী হোসেন সাদ্দাম, মাশরাফুল ইসলাম তিহা, আশিকুর খান, রিপন হোসেন, আলামিন হোসেন আকাশ, আবুল হাশেম বাদশা, নয়ন হোসেন রবিন ও আমীর হামজাসহ স্থানীয় ছাত্র সমাজের প্রতিনিধি ও সাধারণ জনতা।
মিছিল শেষে কুমারখালী বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহীদ শরীফ ওসমান হাদি ও জুলাই বিপ্লবের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা জুলাই মাসের চেতনা ধরে রাখতে এবং সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।