DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

আশাশুনির গাজীপুরে মৎস্য ঘেরের বাঁধ কেটে মাছ লুটের অভিযোগ

আশাশুনি উপজেলার গাজীপুর মৌজায় মৎস্য ঘেরের বাঁধ কেটে ক্ষতিসাধন ও ঘেরের মাছ ধরে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

Printed Edition
Default Image - DS

আশাশুনি সংবাদদাতা : আশাশুনি উপজেলার গাজীপুর মৌজায় মৎস্য ঘেরের বাঁধ কেটে ক্ষতিসাধন ও ঘেরের মাছ ধরে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

উপজেলার মহিষকুড় গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে সেলিম গাজী বাদী হয়ে থানায় দাখিলকৃত অভিযোগ ও বাদী জানান, গাজীপুর মৌজায় এক নং খতিয়ানে সাবেক ১১৩০ ও হাল ১০০১ নং দাগে ৫০ শতক জমি ডিসিআর নিয়ে দীর্ঘকাল মৎস্য ঘেরে মাছ চাষ করে ভোগদখলে আছেন। সর্বশেষ ২২/১০/২৪ তাং একসনা ইজারা কেস নং ১৪৮/১৪৩১ (মাছ চাষ) বাংলা ১৪৩১ সালের ডিসিআর গ্রহণ করেন। বিবাদী মহিষকুড় গ্রামের মৃত হৃদয় গাইনের ছেলে নিহার ও দিলীপ গাইন স্থানীয় আওয়ামী লীগ নেতা গণেশ গাইনের নেতৃত্বে মৎস্য ঘেরের জমিজমা জবর দখল করতে পাঁয়তারা ও ক্ষয়ক্ষতি করে আসছে। ইতোমধ্যে ৭/৮ বার আওয়ামী লীগের দাপট দেখিয়ে জবর দখল ও মাছ লুটের ঘটনা ঘটান হয়। স্থানীয় বা থানায় অভিযোগ করেও আওয়ামী লীগ নেতাদের শেল্টারের কারণে প্রতিকার পায়নি।

সবশেষ গত ১২ ফেব্রুয়ারি দুপুর ১.৩০ টার দিকে বাদির মৎস্য ঘেরে অনাধিকার প্রবেশ করে বাঁধ কেটে দিয়ে অনুমান ৮ হাজার টাকার মত ক্ষতিসাধন করে। এবং অনুমান ৩০ হাজার টাকার সাদা ও চিংড়ি মাছ ধরে নেয়। বাদী জানতে পেরে বাধা নিষেধ করলে মারপিট ও খুন জখমের হুমকী দেয়। পাশের লোকজন ঘটনাস্থলে গেলে প্রাণনাশের হুমকী দিয়ে চলে যায়। এব্যাপারে থানায় অভিযোগ করলে এসআই আঃ রশিদ ঘটনাস্থানে গিয়ে সবকিছু দেখেন এবং পাশের লোকজনের কাছে শুনে বুঝে উভয় পক্ষকে থানায় আসতে বলেন।