দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা-১ আসনে নির্বাচনী কার্যক্রম বেগবান করতে এবং একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১২ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সম্মিলিত সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুরে স্থানীয় তালপাতা মিলনায়তনে মধ্যাহ্নভোজ বিরতির পর জোটের পরিচালকদের নিয়ে এ গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জোটের তৃণমূল পর্যায়ের কর্মকা- এবং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কুমিল্লা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আমন্ত্রিত অতিথি ও প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন(হাতপাখা) বাংলাদেশের জেলা পশ্চিম এর সেক্রেটারি আবদুর রশিদ, জেলা যুবনেতা সাইফুল্লাহ সাইফ,দাউদকান্দি উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ শরীফুজ্জামান (রিক্সা),এনসিপির (শাপলা কলি) দাউদকান্দি উপজেলা প্রধান সমন্বয়ক সানাউল্লাহ বাবুল,খেলাফত মজলিসের শ্রম বিভাগের জেলা সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক (দেয়াল ঘড়ি)। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন পৌর আমির আবুল কাশেম, কাউসার আলম, মহসিন ভূইয়া, ফারুক খন্দকার, আব্দুল হামিদ কমিশনার,আব্দুল লতিফ,কামাল পারভেজ, রেজাউল, বিল্লাল ও রুবেলসহ জোটের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।সভায় বক্তারা ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা দেশে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত দেখতে চাই। প্রচলিত ঘুণে ধরা ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে জনগণের অধিকার নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” নেতৃবৃন্দ আরও বলেন, কুমিল্লা-১ আসনে জোটের অবস্থান সুসংহত করতে প্রতিটি কর্মীকে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যেতে হবে এবং জোটের লক্ষ্য ও আদর্শ পৌঁছে দিতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সভার শেষ পর্যায়ে নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা এবং সমন্বয় বৃদ্ধির জন্য বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আসন্ন দিনগুলোতে জোটের কর্মকা- আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।