পঞ্চগড়ে টিসিবির পণ্য নিয়ে বাড়িতে ফেরার পথে ওবায়েদুর (৬০) নামে বৃদ্ধ নিহত হয়েছে। সম্প্রতি মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওবায়েদুর রহমান, পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়া পাড়া গ্রামের মৃত কছিমউদ্দীনের ছেলে। স্থানীয়রা জানায়, ওবায়েদুর রহমান পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির পণ্য নিয়ে বাড়িতে ফেরার পথে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক পিছন থেকে ওবায়েদুরকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে সে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৌসুমী মন্ডল তাকে মৃত ঘোষণা করেন।