চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে মৃত শিশু শেহরিজের পরিবারকে দেখতে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ। রোববার দুপুরে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীর নেতৃত্বে তাদের বাসায় যান তাঁরা। উপস্থিত নেতৃবৃন্দ মৃত শেহরিজের জন্য দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি ও চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কোতোয়ালী থানা আমীর মুহাম্মদ আমির হোসাইন, সেক্রেটারি মোস্তাক আহমদ, পাঁচলাইশ থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি তৌহিদ আজাদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ।