হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে নভেম্বর মাসজুড়ে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮৮ জনকে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয়–বিদেশি অস্ত্র, কার্তুজ, হারানো মোবাইল এবং নিখোঁজ আটজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।
ওসি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- নিয়মিত মামলায় ৩৭ জন, জিআর ওয়ারেন্ট ৮ জন, সিআর ওয়ারেন্ট ২১ জন, জিআর সাজাপ্রাপ্ত ২ জন, সিআর সাজাপ্রাপ্ত ৭ জন, ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় ৫ জন, পুলিশ আইনে ৩ জন, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় ৫ জন সকলকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অভিযানে উদ্ধার করা হয়- ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১৯ বোতল বিদেশি মদ (১৪.২৫ লিটার) ৫১ পিস ইয়াবা, ২০ কেজি গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি বাস ও একটি সিএনজি হারানো ৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর নিখোঁজ ৮ জনকে উদ্ধার করে অভিভাবকদের জিম্মায় প্রদান মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে হাকিম হত্যা মামলায় ১৬৪ ধারায় দুই আসামীর জবানবন্দির ভিত্তিতে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাউজানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। ৪টি বিদেশি পিস্তল, ১টি চায়না রাইফেল, ১টি রিভলভার, ৭টি খালি ম্যাগাজিন, ১৯ রাউন্ড পিস্তল গুলী, ৪৯ রাউন্ড রাইফেল গুলী, ১৭ রাউন্ড কার্তুজ, রকেট ফ্লেয়ার, রামদা, ছোরা ৪১ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৯৭, ১০০ টাকা এ ঘটনায় রাউজান থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
অভিযান চলাকালে আলোচিত ঘটনাগুলোর মধ্যে ১৬ মামলার আসামী যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ গ্রেপ্তার দক্ষিণ পাহাড়তলীতে সড়কে ফেলে যাওয়া লাশের ঘটনায় ৪ ঘণ্টায় ৩ জন আটক কুয়াইশ অনন্যা আবাসিক এলাকায় জাতীয় বিদ্যুৎ গ্রীডের তার চুরি করতে গিয়ে দুই চোর হাতে-নাতে আটক।
ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন- “সাধারণ মানুষের নিরাপত্তায় আমরা কঠোর অবস্থানে আছি। কোনো নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।