লক্ষ্মীপুরা হুসাইনিয়া দাখিল মাদরাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে বুধবার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতার এই উদ্যোগে উপস্থিত সকলেই মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হোসেন আলী।

এ সময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি মাদরাসার সহায়তার ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন। তিনি বলেনÑ এতিমদের মুখের হাসিই আমাদের প্রাপ্তি। তাদের সুশিক্ষা, লালন–পালন এবং ভবিষ্যৎ গঠনে আমরা সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য ও মেট্রো সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মোঃ ছাদেকুজ্জামান খান।

তিনি বলেন—মানবিক সহায়তা শুধু দান নয়, এটি আমাদের ধর্মীয় এবং সামাজিক দায়িত্ব। এই শীতবস্ত্র শিক্ষার্থীদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লির মৌলভী আব্দুস সামাদ, এবং সঞ্চালনা করেন মাদরাসার সুপার মাওলানা ওমর ফারুক। সকল অতিথির হাতে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর অংশগ্রহণে এটি এক আনন্দঘন মানবিক মিলনমেলায় রূপ নেয়।