বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাবেক অফিস সম্পাদক মাস্টার হুমায়ুন কবির, বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর মহিলা সেক্রেটারি মিসেস ফরিদা খানমের বাবা বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাত ৯টায় ডবলমুরিংয়ের গুলবাগ আবাসিক এলাকা, বেপারী পাড়া, ফুলকলির সামনে এক্সেস রোডে জানাযা অনুষ্ঠিত হয়।

মরহুম হুমায়ুন কবিরের ইন্তিকালে শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।