সংবাদিকদের রাজনৈতিক মতার্দশের উর্দে থেকে দায়িত্ব পালন করতে হবে। সাংবাদিকদের ব্যক্তিগত রাজনৈতিক দর্শন থাকতে পারে কিন্তু পেশার ক্ষেত্রে কোন প্রভাব পরা উচিত না মুন্সীগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকদের নিয়ে কর্মশালায় এ সব কথা বলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি। এ কে এম আব্দুল হাকিম বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়াজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তনিষ্ট সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা ১১ই নভেম্বর সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিন( উপসচিব) মো: আব্দুস সবুর। প্রশিক্ষণ শেষে সকল সাংবাদিকদের সনদ প্রদান করা হয়। মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ কর্মশালায় অংশগ্রহণ করে।