বাংলাদেশ মিল্ক ইউনিয়নে (মিল্কভিটায়) কর্মরত সহকারি প্রাণী চিকিৎসক ও কৃত্রিম প্রজননকারী (এল,এফ,এ,আই)দের চাকরী স্থায়ীকরণের এক দফা দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী ঘাটে কর্মবিরতি ও আমরণ অনশন ধর্মঘট পালন শুরু হয়েছে। এ ধর্মঘটে সারাদেশে কর্মর্কতরা অংশ নিয়েছে।
সম্প্রতি বাংলাদেশ মিল্ক ইউনিয়ন এলএফএআই কল্যাণ পরিষদের আয়োজনে শাহজাদপুরের বাঘাবাড়ী ঘাট এ কর্মসূচি শুরু হয়।
চলমান এ কর্মসূচিতে অংশ নিয়েছেন পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, রংপুর, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, ভৈরব, চট্টগ্রামের পটিয়া, সোনাগাজী, সুর্বণচর, রামগঞ্জ, রায়পুর, ভোলা, ঝালকাঠি, সাতক্ষীরা, তালা, খুলনা, যশোর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মাদারীপুর ও কুড়িগ্রামে কর্মরত সহকারি প্রাণী চিকিৎসক ও কৃত্রিম প্রজননকারীরা।
বাংলাদেশ মিল্ক ইউনিয়ন এল,এফ,এ,আই কল্যাণ পরিষদের সভাপতি মাে: নজরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি গোলাম মওলা, সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: হাসান আলী, জুয়েল রানা, আবুল হাসেম, আব্দুল বারীক মন্ডল, মো: বেলাল হোসেন প্রমুখ।