হাটহাজারী সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবি অবশেষে বাস্তবায়নের পথে বড় ধাপ অতিক্রম করল। হাটহাজারী উপজেলার ফটিকায় প্রস্তাবিত ৬০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত ২০ একর জমি আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ফতেয়াবাদ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ঐতিহাসিক এই দলিল দস্তাবেজ ও জমি রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়। ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে চট্টগ্রাম জেলা প্রশাসক জমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুকূলে হস্তান্তর করেন। সাব-রেজিস্ট্রার শর্মি পালিত নামজারি ও দলিল হস্তান্তরের সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।

রেজিস্ট্রেশন কার্যক্রমে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের প্রতিনিধিদের উপস্থিতিতে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন— হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার, জেলা প্রশাসকের প্রতিনিধি আমির আবদুল্লাহ নিয়াজী, সিভিল সার্জনের প্রতিনিধি আজমল খান, হাটহাজারীর স্যানিটারি পরিদর্শক ওমর ফারুক, উদ্যোক্তা ও সমাজ উন্নয়নকর্মী জাহেদুল ইসলাম চৌধুরী, হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী, সাংবাদিক জাসেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

উদ্যোক্তা ও সমাজ উন্নয়নকর্মী জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, “এই হাসপাতালটি নির্মিত হলে হাটহাজারীসহ উত্তর চট্টগ্রাম এবং পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ির মানুষ উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা পাবে।” তিনি এই স্বপ্নযাত্রায় সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।