লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ডের যুবসমাবেশে প্রধান অথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদস সদস্য প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বক্তৃক্তা করেন।
তিনি বলেন, লাকসাম-মনোহরগঞ্জে আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছি। আরেকটু চেষ্টা করলে আমরা প্রথম স্থানে চলে আসবো ইনশাআল্লাহ।
ড. সরওয়ার বলেন, আত্মবিশ্বাস থাকলে অল্পসংখ্যকও অধিকের উপর জয়ী হওয়া যায়। আমরা এতোদিন ভোটারদের খুঁজছিলাম এখন ভোটাররা আমাদের খুঁজছে। আমাদের বিজয় হবেই হবে ইনশআল্লাহ।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার অফিস কক্ষে কয়েক শতাধিক কর্মীদের নিয়ে টিএস সম্পন্ন হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ছোলায়মান গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক মাওলানা রেজাউল করিম।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি এলাকার সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চান। তিনি বলেন, “আল্লাহ যদি সহায় হন, আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই। সমাজে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার।”
এই গণসংযোগে অংশ নেন জামায়াতে ইসলামীর এগারোসিন্দুর ইউনিয়নের সভাপতি মাওলানা মোখলেছ উদ্দিন আকন্দ, সেক্রেটারি আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, পাকুন্দিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রাণ ও কর্মসংস্থান সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম শান্ত, ইউনিয়ন শিবির সভাপতি ইমামুল হক প্রত্যয়সহ আবু বাক্কার, মোঃ আলাউদ্দিন, আবু হানিফা, আবুল কাশেম, আশরাফুল আলম, হারুন অর রশিদ, খোকন মিয়া, মাওলানা মনসূর আহমেদ, নুরুল আলম, আবু নাঈম, বকুল মিয়া প্রমুখ।
বিরামপুর (দিনাজপুর): বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে বিরামপুর কমিউনিটি সেন্টারে বাছাইকৃত কর্মীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর হাফিজুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, দিনাজপুর জেলার সাবেক আমীর ও দিনাজপুর-৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা বাইতুলমাল সেক্রেটারি অধ্যাপক আ স ম ইব্রাহিম, জেলা ইউনিট সদস্য উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ, পৌরসভা আমীর মাওলানা মামুনুর রশিদ, সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান প্রমুখ।
হাটহাজারী (চট্টগ্রাম): হাটহাজারীতে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেছেন, এখনো শহীদের রক্তের দাগ শুকায়নি,আহতরা হাসপাতালে এখনো জীবন মরন লড়াইয়ে আছে।
বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন, উপজেলা কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন আমীর, সভাপতি ও সেক্রেটারিবৃন্দ। বৈঠকে আসন্ন নির্বাচনের জন্য দলের কার্যকরী পরিকল্পনা এবং কৌশল নিয়ে আলোচনা হয়। নেতৃত্বের বিভিন্ন স্তরে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ জনগণের সাথে শক্তিশালী ঐক্য গঠনের ওপর জোর দেওয়া হয়।